বিডিনার্সিং২৪ ঃ- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নার্সিং এন্ড হেলথ সাইন্স অনুষদের প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন নার্সিং কর্মকর্তা শারমিন আক্তার সুমী
গত ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাকে নিয়োগ প্রদান করা হয়।
শারমিন আক্তার সুমী রাজশাহী নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং কোর্স সম্পূর্ণ করে Central hospital nursing Institute,Dhanmondi তে Nursing instructor হিসেবে কর্মরত ছিলেন।তিনি বরিশাল বিভাগের পিরোজপুর জেলার বাসিন্দা।
এই বিষয় টি বিডিনার্সিং২৪ কে নিশ্চিত করেছেন রাজশাহী নার্সিং কলেজের ৯ম ব্যাচের শিক্ষার্থী জসিম আবির তিনি বলেন আমাদের কলেজের ৬ষ্ঠ ব্যাচের আপু প্রভাষক হিসবে নিয়োগ পাওয়ায় আমরা সাধারণ শিক্ষার্থীরা অনেক আনন্দিত এবং নার্সিং শিক্ষার্থীদের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে বলেও জানান তিনি।
গত ২৩ নভেম্বর যবিপ্রবিতে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় মেধা তালিকা থেকে ২ জনকে নবম গ্রেডের প্রভাষক পদে নিয়োগ প্রদান করা হয়। আগামী রবিবার তাদের যোগদানের কথা রয়েছে।
উল্লেখ্য ২০১৯/২০ সেশনে যবিপ্রবিতে নার্সিং অনুষদ চালু হয়। বর্তমানে সেখানে ৪ বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং কোর্স চলমান।