সিনিয়র রিপোর্টার: রাবিয়া আক্তার মীম।
মিরপুর,ঢাকা।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন পরিবার কল্যান পরিদর্শিকাদের মিডওয়াইফ সম্মান দেয়ার লক্ষ্যে গত ১১ই জানুয়ারী ২০২১ইং সুপারিশ কমিটি গঠন করা হয়।উক্ত সুপারিশ অর্থাৎ (FWV) দের কে ডিপ্লোমা ইন মিডওয়াইফারী সমমান দেওয়ার পরিকল্পনার কঠোর নিন্দা ও অনতিবিলম্বে উক্ত পদক্ষেপ বাতিল করার জন্য ডিপ্লোমা ইন মিডওয়াইফারীরা জোরদার দাবি জানিয়েছে।
কেননা আমাদের দেশের নার্সিং শিক্ষা অধিদপ্তর,
বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারী কাউন্সিলের
অধীনে থাকা নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের ডিপ্লোমা কোর্স গুলি হচ্ছে-
★ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারী(৩বছর মেয়াদি কোর্স)
★ডিপ্লোমা ইন মিডওয়াইফারী (৩ বছর মেয়াদী
প্রতিটি কোর্স করতে ইচ্ছুক শিক্ষার্থীদের কে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে উত্তীর্ণ হয়ে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হতে হয়।এবং শুধু তাই নয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্যেও তাদের কোর্স অনুযায়ী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এর জিপিএ থাকতে হয়।প্রাপ্ত জিপিএ ৩.০০ নিম্নে হলে তারা ভর্তি পরীক্ষা তে অংশগ্রহন এর সুযোগ ই পায় না।
আমাদের নার্সিং শিক্ষার্থীদের কে কোর্স চলাকালীন সময় ক্লাস, পরীক্ষা,নানা বিধিনিষেধ হাসপাতালের অনুশীলন (ক্লিনিক্যাল প্যাক্টিস্) করানো হয়।দক্ষতা বাড়ানোর জন্যে,রোগীকে মান সম্মত সেবা দানের লক্ষ্যে শিক্ষার্থীদের ইন্টর্নী করে কোর্স সম্পন্ন করতে হয়।
তার পরে তাদেরকে সরকারী বা বেসরকারি হাসপাতাল বা নার্সিং ইনস্টিটিউট ও কলেজ গুলোতে আবার পরীক্ষা দিয়ে কর্মক্ষেত্রে পদার্পণ করেন।
এমত অবস্থায় ১৮ মাস সময়ে (FWV) কোর্স সম্পন্ন করে কি করে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স এর সমমান পাবার সুপারিশ করতে পারে।
আর অধিদপ্তর ই বা কি বিবেচনায় এমন সুপারিশ নিয়ে সময় নষ্ট করছে।
দক্ষ জ্ঞান সম্পন্ন গ্র্যজুয়েট মিডওয়াইফারী তৈরিতে সরকার যখন মিডওয়াইফারী শিক্ষার্থীদের সিলেবাস,বিষয়,সময়,পরীক্ষার ধরন নানামুখী পরিবর্তন করে যাচ্ছে বিশ্বের কাছে সমৃদ্ধ মিডওয়াইফ জনবল প্রস্তুতে,সেই মুহূর্তে কি করে (FWV)১৮ মাস সময়ে অর্জিত জ্ঞান আর দক্ষতা কে মিডওয়াইফারী সমমান দেয়ার সুপারিশ কে মেনে নেয়া হবে।
এমন অযুক্তিক, ভিত্তিহীন সুপারিশ কে বাস্তবায়ন করা হলে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা আধুনিক বা গ্র্যাজুয়েট মিডওয়াইফ গড়ার স্বপ্ন পথে সম্মাননায় আঘাত হানে।
তাই FWV দের ডিপ্লোমা ইন মিডওয়াইফারী সমমান মর্যাদা মিডওয়াইফরা কখনওই মেনে নিবে না, কারণ মিডওয়াইফদের জায়গা কোনো ১৮ মাসের কোর্স সম্পন্নকারী FWV নিতে পারে না।
#WeWont-Accept-FWV-as midwives
#Midwives-Are-Midwives
#FWV-cant-be-Midwives