নিজস্ব প্রতিবেদনঃ বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল শাখার নবগঠিত কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জান্নাত আরা শিমুলসহ ২১ সদস্যের কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিএনএ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক এক শুভেচ্ছা বার্তায় বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নার্সদের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল হবে। নার্সদের অধিকার আদায়ে নতুন নেতৃত্ব বলিষ্ঠ ভূমিকা রাখবেন।