স্টাফ রিপোর্টারঃ আলমগীর হোসেন, ঢাকা
তারিখঃ ১০ সেপ্টেম্বর ২০২০
করোনা চিকিৎসায় ক্লিনিকাল ট্রায়ালের জন্য ন্যাসাল ভ্যাকসিন ব্যবহার করার ঘোষণা দিয়েছে ইউনিভার্সিটি অব হংকং। নাক দিয়ে স্প্রে আকারে ব্যবহার করার জন্য চীনের মেইনল্যান্ড প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগে এই ভ্যাকসিন প্রস্তুত করেছে হংকং বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ। গতকাল বুধবার(৯সেপ্টেম্বর, ২০২০) এই ভ্যাকসিনকে মানব দেহে প্রয়োগের জন্য অনুমোদন দেওয়া হয়।
হংকং বিশ্ববিদ্যালয়ের স্টেট কি ল্যাবরোটরি অব ইমার্জিং ইনফেকশাস ডিজিজেস এই টিকা নিয়ে জিয়ামেন ইউনিভার্সিটি এবং বেইজিং ওয়ানতাই বায়োলজিক্যাল ফার্মেসির সাথে যৌথভাবে কাজ করছিল।
করোনা চিকিৎসায় এটাই প্রথম নাকের স্প্রে যেটাকে চীনের ন্যাশনাল মেডিক্যাল প্রডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দিয়েছে।
হংকং বিশ্ববিদ্যালয় তাদের বিবৃতিতে জানায়, অন্য পাচটা প্রযুক্তির মতো করোনা চিকিৎসার এই পদ্ধতিকেও একটি হিসেবে বেছে নিয়েছে তাদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এই ভ্যাকসিন প্রয়োগ এবং কার্যাকারিতা পর্যবেক্ষন করা হবে।