সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন

মহীয়সী নারীমাদার তেরেসার ১১০ তম জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৭৭১ Time View

👤স্টাফ রিপোর্টার-বিভাবরী,ঢাকাঃতারিখ🕡২৬-০৭-২০২০ঃ

মহীয়সী নারীমাদার তেরেসার ১১০ তম জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জল

১৯১০ সালে, আলবেনিয়ার স্কোপ্জে শহরে ২৬শে অগাস্ট জন্মগ্রহণ করেন মাদার টেরেসা | বর্তমানে এই শহরটা আজ মেসিডোনিয়া রিপাবলিকের অন্তর্গত |

জন্মের সময় তাঁর নাম ছিলো অ্যাগনিস | ছোট্ট অ্যাগনিস মাত্র আট বছর বয়সে তাঁর বাবাকে হারায় | বাবার মৃত্যুর পর তাঁর মা তাঁকে রোমান ক্যাথলিক আদর্শে লালন-পালন করেন |

মাত্র ১৮ বছর বয়সে তিনি গৃহত্যাগ করে একজন মিশনারী হিসাবে যোগদান করেন সিস্টার্স অব লোরেটো সংস্থায় |

১৯২৯ সালে ভারতের দার্জিলিংয়ে এসে নব দীক্ষিত হিসাবে তিনি সেখানকার একটি মিশনারীতে কাজ শুরু করেন এবং ১৯৩১ সালের ২৪শে মে, তিনি সন্যাসিনী হিসাবে প্রথম শপথ গ্রহণ করেন | সেইসময় তিনি মিশনারীদের পৃষ্টপোষক সন্ত টেরেসা দি লিসিয়াক্সের নামানুসারে টেরেসা নামটা গ্রহণ করেন |

১৯৩৭ সালের ১৪ই মে, পূর্ব কোলকাতার লরেটো কনভেন্ট স্কুলে পড়ানোর সময় তিনি নিজের মনে চূড়ান্ত শপথ গ্রহণ করেন এখানকার দীন-দরিদ্র মানুষদের বাকিটা জীবন সেবা করবেন |

পড়ানোর ফাঁকে সিস্টার মাদার টেরেসা শহরের আর্তদের সেবা চালিয়ে যেতে থাকেন | দরিদ্র ও অনাথ শিশুদের তিনি কাছে টেনে নেন এবং তাদের সেবা করতে থাকেন স্নেহের সাথে |

অবশেষে ১৯৪৮ সালে লরেটো কনভেন্ট স্কুলের সাধারণ পোশাক ছেড়ে দিয়ে নীলপার সাদা শাড়িতে নিজেকে সারাজীবনের জন্য বদলে ফেলেন মাদার টেরেসা |স্থাপন করেন “মিশনারীস অব চ্যারিটি” নামক সংস্থা |

ক্ষুদার্থ,নগ্ন,গৃহহীন,আত্ম-নিপীড়িত, সর্বহারা ও সমাজ বর্জিত সকল মানুষদের পাশে তিনি দাড়ান পরম মমতাময় স্নেহের সাথে | কোলকাতায় মাত্র ১৩ জন সিস্টার নিয়ে যে মিশনারী হিসাবে তাঁর পথ চলা শুরু আজ সেটা বিশ্বের ১৩৩টি দেশে ছড়িয়ে পড়েছে |

বহুদিন রোগে ভোগার পর তিনি ১৯৯৭ সালের ৫ই সেপ্টেম্বর দেহত্যাগ করেন।

Achievements of Mother Teresa:

১. ১৯৬২ সাল: পদ্মশ্রী পুরস্কার
রামোনম্যাগসেসেপুরস্কার
২. ১৯৬৯ সাল: জওহরলাল নেহেরু পুরস্কার
৩. ১৯৭১ সাল: পোপ জন ২৩ শান্তি পুরস্কার
৪. ১৯৭৩ সাল: টেমপ্লেটন পুরস্কার
৫. ১৯৭৫ সাল: আলবার্ট সেটজার আন্তর্জাতিক পুরস্কার
৬. ১৯৭৬ সাল: পাসিম ইন টেররিস পুরস্কার
৭. ১৯৭৮ সাল: বালজান পুরস্কার
৮. ১৯৭৯ সাল: প্যাট্রনাল মেডেল, নোবেল শান্তি পুরস্কার
৯. ১৯৮০ সাল: ভারতরত্ন পুরস্কার
১০. ১৯৮৫ সাল: রাষ্ট্রপতি পদক
১১. ১৯৯৪ সাল: রাষ্ট্রীয় স্বর্ণপদক
১২. ১৯৯৭ সাল: কংগ্রেসনাল গোল্ড মেডেল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102