স্টাফ রিপোর্টার:খান রুপা,ঢাকা।
তারিখ :১৭/১২/২০২০ইং
মহান বিজয় দিবস উপলক্ষ্যে সম্মানিত জেলা প্রসাশক আনার কলি মাহবুবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শেরপুরের গর্ব, বাংলাদেশ নার্সেস এসোশিয়েশন (বিএনএ) এর সভাপতি, নার্সনেত্রী, এসোঃ প্রফেসর জনাব ইসমত আরা পারভীন ম্যাডাম। এসময় তিনি জেলা প্রসাশকের হাতে কোভিড -১৯ প্রতিরোধে সুরক্ষা সরঞ্জাম তুলে দেন। জেলা প্রসাশক এ সময় করোনা মহামারিতে নার্সদের ভুমিকা ও আত্বত্যাগের ভুয়সী প্রশংসা করেন।