👤স্টাফ রিপোর্টারঃ আলমগীর হোসেন, ঢাকা
🕙 ০৫ সেপ্টেম্বর, ২০২০
নারায়নগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ১১ জনের মৃত্যু হয়েছে। এখনও আশংকাজনক অবস্থায় ২৬ জন।
গতকাল শুক্রবার রাত পৌনে নয়টায় নারায়নগঞ্জের ফতুল্লায় মসজিদের এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ আবস্থায় সবাইকে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়। আজ সকালে ১১ জনের মৃত্যু নিশ্চিত করার তথ্য জানানা হাসপাতালের সমন্বয়ক ডাঃ সামন্ত লাল সেন। এর আগে গতকাল এক শিশুর মৃত্যুর কথা জানানো হয়।
গতকাল এশার নামাজের সময় গ্যাস লাইনের লিকেজ থেকে বৈদ্যুতিক গোলযোগে মসজিদের ছয়টি এসি বিস্ফোরিত হয়। যার ফলে মুসল্লিরা দগ্ধ হয়।
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, দগ্ধদের শরীরের ৬০-৭০ শতাংশ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আরেফিন জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এর আগে স্থানীয় লোকজন বেশির ভাগ দগ্ধ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়। দগ্ধদের অবস্থা এত খারাপ ছিল যে তাঁদের শরীরে হাত দেওয়া যাচ্ছিল না।
ঢাকা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশর অ্যান্ড মেইনট্যানেন্স) লে. ক. জিল্লুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, মসজিদটি থাই গ্লাসে আবদ্ধ ছিল। নিচ দিয়ে যাওয়া গ্যাসের পাইপের লিকেজ থেকে গ্যাস জমছিল। এই কারণে সম্ভবত বিস্ফোরণ ঘটেছে। সম্ভাব্য অন্যান্য কারণও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।