👤স্টাফ রিপোর্টারঃ আলমগীর হোসেন, ঢাকা
🕗০৯ সেপ্টেম্বর, ২০২০
বৈজ্ঞানিক প্রক্রিয়ার সততা সমুন্নত’ রাখার অঙ্গীকার করেছে কোভিড -১৯ এর ভ্যাকসিন উৎপাদনকারী নয় কোম্পানীর সিইওরা।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভ্যাকসিনের অনুমোদন দিতে নিয়ন্ত্রকদের ওপর ডোনাল্ড ট্রাম্পের চাপ প্রয়োগের প্রেক্ষিতে ০৮ সেপ্টেম্বর(মঙ্গলবার) তারা এ ধরণের এক অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন।
স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলো হলো অস্ট্রাজেনকা, বায়োটেক, জনসন এন্ড জনসন, বায়োএনটেক, গ্ল্যাক্সোস্মিথক্লাইন, ফাইজার, মের্ক, মর্ডানা, সানোফি ও নোভাভ্যাক্স।
তারা বলছে, এফডিএ’র(ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন) মতো বিশেষায়িত নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চাহিদা মতো তৃতীয় ধাপের পরীক্ষার মাধ্যমে টিকা নিরাপদ ও কার্যকর প্রমাণিত হওয়ার পরই কেবল তারা জরুরি অনুমোদনের আবেদন করবে।
এদিকে টিকা নিয়ে নিয়ন্ত্রন সংস্থাকে ট্রাম্পের চাপ প্রয়োগের প্রেক্ষিতে এফডিএ’র প্রধান স্টিফেন হান বলেছেন, টিকা কখন প্রস্তুত হবে কেবলমাত্র বিজ্ঞানই তার সিদ্ধান্ত নেবে।