👤স্টাফ রিপোর্টার : বিভাবরী,ঢাকা
🕘০৫/০৯/২০২০
এখন পর্যন্ত যত ধরণের ব্যাধি নিয়ে বৈশ্বিকভাবে জরুরী অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তার মধ্যে করোনাভাইরাসকেই সবচেয়ে মারাত্মক বলে ঘোষণা দিয়েছেন সংস্থাটির প্রধান।
টেড্রোস আডানোম গেব্রিয়াসুস সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণের মাধ্যমে এমনই উক্তি করেছেন।
এর আগে আরো কয়েকবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিকভাবে জরুরী অবস্থা জারি করেছিল—ইবোলা প্রাদুর্ভাব নিয়ে দুইবার, জিকা, পোলিও এবং সোয়াইন ফ্লু।
“কোভিড-১৯ আমাদের পৃথিবী বদলে দিয়েছে। এটি সারা দুনিয়ার সব মানুষ, কম্যুনিটি আর সব জাতিকে এক জায়গায় নিয়ে এসেছে, আবার বিচ্ছিন্নও করেছে পরস্পরের থেকে।”
কয়েক বছরের মধ্যে এই ভাইরাসের সংক্রমনতা থেকে বিশ্ব নিস্তার পাবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।