বিডিনার্সিং২৪ – মহান বিজয় দিবস- ২০২০ উপলক্ষে ঢাকা নার্সিং কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট স্টুডেন্ট’ নার্সেস এসোসিয়েশন (বিবিজিএসএনএ) কর্তৃক আয়োজিত
“বঙ্গবন্ধু স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০” অনুষ্ঠিত হয়। দুইদিন ব্যাপী এই টুর্নামেন্টে ২ গ্রুপে ভাগ হয়ে দেশের একাধিক সরকারি ও বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
গত ১৬ ডিসেম্বর শুরু হয়ে ১৭ ডিসেম্বর টুর্নামেন্ট শেষ হয়। এই টুর্নামেন্টে বিজয়ী হয়েছে ময়মনসিংহ নার্সিং কলেজ (মনাক)
রানার্সআপ হয়েছে চট্টগ্রাম নার্সিং কলেজ (চনাক) ২য় রানার আপ রাজশাহী নার্সিং কলেজ (রানাক)।
বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন বিবিজিএসএনএ সভাপতি ইমরানুল হক হিমেল এসময় বিবিজিএসএনএ সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটি “বিবিজিএসএনএ” এ জানিয়েছে নার্সিং শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপনের লক্ষে ভবিষ্যতে আরো বড় আকারে এরকম টুর্নামেন্টের আয়োজন করা হবে।
বিজয়ী, বিজিত, অংশগ্রহণকারী এবং আয়োজক কমিটিকে বিডিনার্সিং২৪ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।