বিডিনার্সিং২৪ -বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট স্টুডেন্ট নার্সেস এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্ভোদন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ এর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
ঢাকা নার্সিং কলেজ প্রাঙ্গনে সন্ধা ৮ টায় তিনি টুনামেন্টের উদ্ভোধন করেন। এসময় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন ভবিষ্যতে এমন টুনামেন্ট আয়োজন করলে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজকদের পাশে থাকবে। এছাড়াও অনুষ্ঠানের অতিথীবৃন্দ বক্তৃতা রাখেন।
বিবিজিএসএনএ সভাপতি ইমরানুল হক হিমেলের সভাপত্বিতে এসময় আরও উপস্থিত ছিলেন স্বানাপ মহাসচিব ইকবাল হোসেন সবুজ, বিএনএ ঢামেকহা সভাপতি কামাল হোসেন পাটোয়ারী, বিএনএ টঙ্গী জেনারেল হাসপাতাল শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান লিটন, বিবিজিএনএস সহ-সভাপতি খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাসেল। পৃষ্ঠপোষকতায় ছিলেন মোখলেসুর রহমান শাহীন, সার্বিক তত্বাবধানে ছিলেন শাকিল মাহমুদ সাদ।
দেশের বিভিন্ন নার্সিং কলেজের ২ টি গ্রুপে সর্বমোট ১০ টি দল নিয়ে ২ দিন ব্যাপি এই টুনামেন্টে টুনামেন্টে আজকে ১ম রাউন্ডে মোট ২০ টি খেলা অনুষ্ঠিত হবে। নক আউট পর্বের খেলায় ১ম রাউন্ড শেষে ৬ টি দল সরাসরি সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামীকাল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। টুনামেন্টের মিডিয়া পার্টনার বিডিনার্সিং২৪.কম।