নিউজডেস্কঃআজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিপিএসসি ১ম ব্যাচ অর্থাৎ ২০১৬ সালে নিয়োগপ্রাপ্ত নার্সদের নিয়ে সম্পূর্ণ অরাজনৈতিক বিপিএসসি নার্সিং অফিসার্স ফোরামের কমিটি গঠন করা হয়েছে।
মোঃ বাবর আলীর সভাপতিত্বে আজ ঢাকা নার্সিং কলেজে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মোহাম্মদ মিশর হোসেনকে সভাপতি ও মোহাম্মদ মাজহারুল ইসলাম জুয়েলকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের একটি কমিটির অনুমোদন দেয়া হয়। আগামী ১৫ দিনের মধ্যে দেশব্যাপী নার্সদের নিয়ে ১০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির নির্দেশনা দেয়া হয়।
কমিটির অন্যান্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হোসনে আরা, যুগ্ম সাধারণ সম্পাদক বেবি নাজনিন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ রাসেলকে রাখা হয়েছে। এছাড়া মুখপাত্র হিসেবে সাইফুল ইসলাম তালুকদারকে নির্বাচিত করা হয়েছে।
কমিটির সভাপতি মিশর হোসেন বিডিনার্সিং২৪ কে বলেন, ২০১৬ সালে বর্তমান সরকার বিপিএসসির মাধ্যমে ১০ হাজার নার্স নিয়োগ দেন। বাংলাদেশের ইতিহাসে নার্সদের এই সন্মান পূর্বের কোনো সরকার দেয়নি। বিপিএসসির মাধ্যমে নার্স নিয়োগের তাৎপর্য উল্লেখ করে তিনি বলেন, ১ম ব্যাচের নিয়োগ প্রাপ্ত সকল নার্সদের স্বার্থ সংশ্লিষ্ট কাজে সহায়তা করবে বিপিএসসি নার্সিং অফিসার্স ফোরাম। পাশাপাশি ২০১৬ সালে নিয়োগপ্রাপ্ত নার্সদের চাকরি স্হায়ী করণের জন্য কাজ করে যাবে এই কমিটি।
সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল বলেন, বর্তমান সরকার নার্সবান্ধব সরকার। তাই সরকারকে সহযোগিতার মাধ্যমে বিপিএসসি নার্সিং অফিসার্স ফোরাম সবসময় নার্সদের পাশে থাকবে।