রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন

বিনামূল্যে করোনা চিকিৎসা দিবে আদ্-দ্বীন হাসপাতাল

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৮৩ Time View

👤স্টাফ রিপোর্টারঃ আলমগীর হোসেন,ঢাকা
🕖০৭ সেপ্টেম্বর,২০২০

করোনা আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া শুরু করেছে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল। তাদের এই উদ্যোগ চালু থাকবে আগামী নভেম্বর পর্যন্ত। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত দরিদ্ররা যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হয় সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা আক্রান্তদের ভর্তি,থাকা-খাওয়া, পরীক্ষা-নিরীক্ষা সহ চিকিৎসার সব খরচ তারা বহন করবেন। এজন্য মা ও শিশুদের জন্য বিশেষায়িত এই হাসপাতালে আলাদা করে করোনা ইউনিট চালু করা হয়েছে।বিশেষজ্ঞ ডাক্তার ও অভিজ্ঞ নার্সদের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে। কভিড-১৯ পরীক্ষার জন্য স্থাপন করা হয়েছে পিসিআর ল্যাবও। সরকারের অনুমোদন পেলে পরীক্ষা শুরু হবে।

হাসপাতালের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন বলেন, দেশের যেকোনো দূর্যোগ, সংকটময় পরিস্থিতিতে আদ্-দ্বীন মানুষের পাশে ছিলো।এই করোনা পরিস্থিতিতেও আমরা আগের মতোই সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি  ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102