📝স্টাপ রিপোর্টারঃ আদনান ফারাবী সুমন
📃 ১২ নভেম্বর, ২০২০
পাবনা কমিউনিটি নার্সিং ইন্সটিটিউটের ছাত্রী শিলা খাতুন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে। বর্তমানে তিনি শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তা মো. জাহিদের নেতৃত্বে ইস্টার্ন কেয়ার হাসপাতালের নার্সিং কর্মকর্তা মো. মামুন হোসেন, সেন্ট্রাল পুলিশ হাসপাতালের নার্সিং কর্মকর্তা মো. ফয়সাল, কুমিল্লা নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থী মো. অনিক ও মো. সাদিকুল সাইক নার্সিং কলেজের শিক্ষার্থী মো. জাফর ইকবাল শিলাকে দেখতে যান। তারা শিলার খোঁজখবর নেন।
এদিকে, শিলার আশু রোগমুক্তি কামনা করেছেন, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ)
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। একইসাথে তিনি শিলার সুস্থতার জন্য সবধরণের সহযোগিতারও আশ্বাস দেন। তিনি জানান, আজ বৃহস্পতিবার আমার পক্ষ থেকে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস এসোসিয়েশন (বিবিজিএসএনএ) এর সভাপতি ইমরানুল হক হিমেল ও দপ্তর সম্পাদক মো. রোমান হোসাইন শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে যাবেন। তারা আমার পক্ষ থেকে পাঠানো উপহার পৌঁছে দেবেন শিলার কাছে।’