বিডিনার্সিং২৪ রিপোর্ট -বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস এসোসিয়েশন (বিডিবিএনএ) এর সিলেট শাখার কমিটি গঠন করা হয়েছে। আজ মোঃ আমিন হোসাইনকে সভাপতি ও জান্নাতুল ফেরদৌসকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের একটি কমিটি অনুমোদন দেয়া হয়।
কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ঐ কমিটিতে অন্যান্য সদস্যদের মধ্যে সিনিয়র সহসভাপতি হিসেবে বখতিয়ার হেসেন, ১ নং সাংগঠনিক সম্পাদক হিসেবে আখতার হেসেন এবং ১নং যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে অনিক রয়কে নির্বাচিত করা হয়েছে।
সিলেট শাখার নবনির্বাচিত সভাপতি আমিন হোসেন বিডিনার্সিং২৪ কে বলেন, সিলেটের বেকার নার্সদের স্বার্থ সংশ্লিষ্ট সকল কাজে তিনি অগ্রণী ভূমিকা পালন করতে চান। এজন্য সকলের সহযোগিতা চান তিনি।