স্বাধীনতা নার্সেস পরিষদের কেন্দ্রীয় কমিটি ও দেশব্যাপী শাখা কমিটির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ধানমণ্ডি ৩২ এজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও সারা দেশে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আজ মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা, চট্রগ্রাম,বরিশাল, খুলনা , ময়মনসিংহ সহ বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ মহানমুক্তিযুদ্ধে নিহত জাতির বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ঢাকায় কেন্দ্রীয় কমিটির মহাসচিব ইকবাল হোসেন সবুজ ও কার্যকরি সভাপতি সোনালী রানী দাসের নেতৃত্বে ধানমন্ডির বত্রিশেফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খাদেমুল ইসলাম, সঞ্জিব মল্লিক কোষাধ্যক্ষ,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি নার্গিস খানম মূন্নী সহ শুক্লা বৈরাগি , সোনিয়া, ফারুক আলম, শাহাদাত,ফয়সাল প্রমূখ।
চট্টগ্রামে সন্তোষ কুমার ও রাশেদুল ইসলামের নেতৃত্বে।বরিশালে সেলিনা আক্তার ও মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে,খুলনায়জেবুন্নেছা জেবু , বিশ্বজিৎ ভারী মোকারেমা সুরয়ায়া ,কল্পনা রানী পাল। রংপুরে ফোরকান আলী ও মিজানুর রহমানের নেতৃত্বে, ময়মনসিংহে ইসমাইল হোসেন, হাবিবুর রহমান ও তৌহিদুল ইসলাম জুয়েলের নেতৃত্বে, রাঙামাটি জেলায় শুভ্রা রানী,মিঠু চাকমা,সাধনা চাকমার নেতৃত্বে, ফরিদপুরে আফসানা আক্তার শান্তা ও বিথীর নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।