আদনান ফারাবি: জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেবা তত্বাবধায়ক হালিমা বেগমের স্বামী ফজলুল হক মন্টু মৃত্যু বরণ করেছেন। শুক্রবার ভোর ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে এম আজম খসরু।
বিডিনার্সিং২৪ কে তিনি বলেন, “পড়ে গিয়ে পায়ে ব্যথা নিয়ে অক্টোবরের ২৩ তারিখ স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন মন্টু ভাই। তিন দিনের মাথায় তার করোনাভাইরাস পজিটিভ আসে।
“কয়েক দিন পর করোনাভাইরাস থেকে তিনি মুক্ত হয়েছিলেন। কিন্তু ফুসফুসে নানা জটিলতা দেখা দিলে ১২ দিন আগে তাকে আইসিইউতে নেওয়া হয়। আজ ভোর ৪টার দিকে তিনি মারা যান।”
ফজলুল হক মন্টুর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন বলে জানান খসরু। তার স্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেবা তত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জুমার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে এই মুক্তিযোদ্ধাকে দাফন করা হবে।
ফজলুল হক মন্টুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএসএমএমইউ’র সর্বস্তরের নার্সরা। আজ এক শোকবার্তায় বিএসএমএমইউ নার্সদের পক্ষ থেকে নার্সিং কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, সুজন আহমেদ, সুজন দেবনাথ, সাব্বির মাহমুদ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।