👤স্টাফ রিপোর্টারঃ আলমগীর হোসেন,ঢাকা
🕗৩ সেপ্টেম্বর, ২০২০
বার্সোলোনায় মেসির থাকা না-থাকার যুদ্ধ চলছেই। দু’পক্ষের মাঝে বার বার চলছে বৈঠক। মেসির বাবার সঙ্গেও গতকাল প্রথম দফায় বৈঠক করে বার্সোলোনা কর্তৃপক্ষ। কিন্তু কেউই কোনো সিদ্ধান্তে পৌছাতে পারেনি।যদিও মেসির বাবা হোর্হে মেসি বলেছেন, তার ছেলে আর বার্সায় থাকবে না।
এর মধ্যেই আর্জেন্টাইন সংবাদকর্মী মার্টিন আরেভালোর এক টুইটা অনেক আলোচনার জন্ম দিয়েছে। তার টুইটে তিনি দাবী করেন, মেসি-বার্সা নাটকে মেসির বার্সোলোনাতে থেকে যাওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ!
এদিকে বিপত্তি বেধেছে মেসির রিলিজ ক্লজ নিয়ে। বার্সোলোনা জানিয়েছেন, মেসির বার্সোলোনা ছাড়ার কথা জানানোর শেষ সময় ছিলো ১০ জুন। কিন্তু এই সময়ের মধ্যে মেসি তা না জানানোয় এখনো তিনি বার্সার চুক্তিবদ্ধ খেলোয়াড় এবং মেসিকে এখন কোনো খেলোয়াড় কিনতে চাইলে ৭০ কোটি ইউরো খরচ করতে হবে। অন্যদিকে মেসির পক্ষের দাবী তিনি প্রতি মৌসুমের শেষে ক্লাব ছাড়ার কথা বলতে পারবেন।করোনা পরিস্থিতিতে যেহেতু এবারের মৌসুম পিছিয়ে গেছে সে হিসেবে তিনি এখন ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিত পারেন।
বার্সোলোনা সভাপতি জোসেফ মারিও বার্তেমিও জানিয়েছেন,ক্লাব তাদের সিদ্ধান্তে অটুট থাকবে। মেসির বাবাও বলেছেন, তার ছেলে বার্সোলোনায় আর থাকবে না। এসব নাটকের সত্যিই মেসির অন্য ক্লাবে যাওয়া হবে কিনা তা নিয়ে ধোয়াশা সৃষ্টি হয়েছে। এর মাঝেই মার্টিন আরেভালো বলেছেন, মেসির বার্সায় থাকা না থাকা নিয়ে আজই চুড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। বর্তমান চুক্তির মেয়াদ পূরণ করতে বার্সায় থেকে যেতে পারেন মেসি। ২০২১ সালের জুন পর্যন্ত বার্সার সঙ্গে মেসির চুক্তি আছে। এবার দেখার বিষয় মেসি-বার্সা যুদ্ধের অবসান কোথায়?