সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন

বাংলাদেশ ক্রিকেটের সূর্যসন্তান তিনি ক্যাপ্টেন বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৪৮২ Time View

👤স্টাফ রিপোর্টার -জাহিদ হাসান,ঢাকা,🕧২৯.০৮.২০২০ঃ-

মাশরাফি বিন মর্তুজা (জন্ম ৫ অক্টোবর ১৯৮৩) হলেন একজন বাংলাদেশী ক্রিকেটার ও রাজনীতিবিদ।তার ক্রিকেটে হাতে খড়ি হয়েছিল স্কুল জীবন থেকে এবং তিনিই একমাত্র ক্রিকেটার যার ক্রিকেট জীবনের শুরু টা ক্লাবে হয়নি। তারপরেও তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক ছিলেন। এবং বর্তমানে নড়াইল-২ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। ইএসপিএন কর্তৃক পরিচালিত “ওয়ার্ল্ড ফেইম ১০০” এ বিশ্বের সেরা ১০০ জন ক্রীড়াবিদের মধ্যে অন্যতম।[২][৩] অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ১০০টি উইকেট নেওয়া বোলারদের মধ্যে তিনি ৫ম বোলার।[৪][৫]

bdnursing24.com. খেলাধুলা ও বিনোদের খবরের ধারাবাহিক প্রতিবেদন “বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপান্ডবে”    আজ থাকছে মাশরাফি বিন মুর্তজার ক্রিকেট ক্যারিয়ার এর কিছু সমীকরণ।

মাশরাফি বিন মর্তুজা
Mashrafe Bin Mortaza

👤ব্যক্তিগত তথ্যঃ-

👉পূর্ণ নামঃমাশরাফি বিন মর্তুজা।

👉জন্মঃঅক্টোবর ৫, ১৯৮৩ (বয়স ৩৬)
নড়াইল, বাংলাদেশ।

👉ডাকনামঃকৌশিক, ম্যাশ, নড়াইল এক্সপ্রেস

👉উচ্চতাঃ৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মিটার)।

👉ব্যাটিংয়ের ধরনঃডানহাতি।

👉বোলিংয়ের ধরনঃডানহাতি ফাস্ট বোলিং।

👉ভূমিকাঃবোলার, অধিনায়ক।

আন্তর্জাতিক তথ্যঃ-

জাতীয় ঃবাংলাদেশ
👉টেস্ট অভিষেক(ক্যাপ ১৯)
৮ নভেম্বর ২০০১ বনাম জিম্বাবুয়ে।

👉শেষ টেস্টঃ৯ জুলাই ২০০৯ বনাম ওয়েস্ট ইন্ডিজ

👉ওডিআই অভিষেকঃ(ক্যাপ ৫৪)
২৩ নভেম্বর ২০০১ বনাম জিম্বাবুয়ে।

👉শেষ ওডিআইঃ৬ মার্চ ২০২০ বনাম জিম্বাবুয়ে
ওডিআই শার্ট নং ২।

👉টি২০আই অভিষেকঃ(ক্যাপ ৪)
২৮ নভেম্বর ২০০৬ বনাম জিম্বাবুয়ে।

👉শেষ টি২০আইঃ৬ এপ্রিল ২০১৭ বনাম শ্রীলঙ্কা
ঘরোয়া দলের তথ্যঃ-

👍👉২০০২–বর্তমান
খুলনা ডিভিশন

👉👉২০০৯-কলকাতা নাইট রাইডার্স।

👉👉২০১২-২০১৩-ঢাকা গ্লাডিয়েটর্স।

👉👉২০১৫-২০১৬
কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

👉👉২০১৭–২০১৮ রংপুর রাইডার্স।

👉👉২০১৯–বর্তমান
ঢাকা প্লাটুন

👤খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যানঃ-

👍 টেস্ট, ওডিআই এবং টি২০-

👉ম্যাচ সংখ্যা =৩৬ ২০৯ ৫৪ ৫৭

👉রানের সংখ্যা = ৭৯৭ ১,৭৫২ ৩৭৭ ১,৪৫৮

👉ব্যাটিং গড় = ১২.৮৫ ১৪.০১ ১৩.৪৬ ১৫.৬৭
১০০/৫০ ০/৩ ০/১ ০/০ ১/৬

👉সর্বোচ্চ রান= ৭৯ ৫১* ৪৪ ১৩২*

👉বল করেছে =৫,৯৯০ ১০,৪৫৮ ১,১৩৯ ৮,৯৭০

👉উইকেট = ৭৮ ২৬৫ ৪২ ১৩৫

👉বোলিং গড় =৪১.৫৩ ৩১.৬৯ ৩৬.৩৫ ৩৫.০৫

👉ইনিংসে ৫ উইকেট ০ ১ ০ ০
ম্যাচে ১০ উইকেট ০ n/a n/a ০

👉সেরা বোলিং = ৪/৬০ ৬/২৬ ৪/১৯ ৪/২৭

👉ক্যাচ/স্ট্যাম্পিং = ৯/– ৫৮/– ১০/– ২৪/–

উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ৬ মার্চ ২০২০
নড়াইল-২।

বিডিনার্সিং২৪ পরিবারের পক্ষ থেকে শুভকামনা জানায় ক্যাপ্টেন কে ভাল থেকো ক্যাপ্টেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102