আদনান ফারাবি: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নার্সিং, মিডওয়াইফারি ও এ্যালাইড বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাবনা দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল।
আজ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্টার সুরাইয়া বেগম সাক্ষরিত একটি চিঠি স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের মাননীয় স্বাস্থ্য মন্ত্রী বরাবর প্রেরণ করা হয়েছে। সেখানে বর্তমানে দেশের বিপুল সংখ্যক নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে এবং বিপুল সংখ্যক নার্সের চাহিদা ও কার্যক্রম পরিচালনার জন্য নার্সিং ও মিডওয়াইফারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে।