স্টাফ রিপর্টারঃসাদিয়া সুলতানা সকাল
⌚১১ সেপ্টেম্বর ২০২০
বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলায় সহায়তা করতে জাতিসংঘের অভিবাসন সংস্থাকে দুই মিলিয়ন ইউরো দিয়েছে জার্মানি। আজ শুক্রবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জার্মানির কেন্দ্রীয় পররাষ্ট্র দপ্তর থেকে আইওএম’র মাধ্যমে জাতিসংঘকে এই সহায়তা দেওয়া হয়েছে। এই অর্থ রোহিঙ্গা জনগোষ্ঠী এবং বাংলাদেশের দুস্থ ও প্রান্তিক মানুষের অত্যাবশ্যকীয় চিকিৎসায় ব্যয় হবে। এ ছাড়া, কক্সবাজার শহরে প্রবেশের সময় যেন আক্রান্ত রোগী শনাক্ত করা যায় সে সক্ষমতা বৃদ্ধিতে আইওএম কাজ করবে।
বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ বলেন, ‘বাংলাদেশে করোনা মোকাবিলায় নিয়জিত আইওএমকে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত।’
আইওএম বাংলাদেশ মিশন প্রধান গিওরগি গিগাওরি বলেন, ‘মানবিক সহায়তা দেওয়ায় জার্মান সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ।’