রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন

বাংলাদেশকে গতি দিয়ে গায়েল করতে চায় শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫১ Time View

👤স্টাফ রিপোর্টারঃ আলমগীর হোসেন,ঢাকা

🕙০৬ সেপ্টেম্বর, ২০২০

উপমাহাদেশের উইকেট মানেই স্পিনারদের জন্য স্বর্গরাজ্য। বলের ঘূর্ণিতে কাড়ি কাড়ি উইকেট। কিন্তু যতো দিন যাচ্ছে ততই পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মাটিতে ম্যাচ জিততে হলে পেসারদের উপরই মূল ভরসা করতে হয়। তাইতো উপমহাদেশের দেশগুলোও এখন পেসের উপরই বিশেষ গুরুত্ব দিচ্ছে। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাও হাটছে একই পথে। শ্রীলঙ্কা সবসময়ই ঘরের মাঠে স্পিনের উপরই ভরসা করে কাড়ি কাড়ি উইকেট তুলে নেয়। এটা তাদের পুরনো কৌশল। কিন্তু বাংলাদেশের রিরুদ্ধে আসন্ন সিরিজে তাদের কৌশলে আসছে পরিবর্তন।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে এই মাসের ২৭ তারিখ দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল এবং প্রথম টেস্ট শুরু হবে ২৩ অক্টোবর।

এই সিরিজ নিয়ে রীতিমতো হুমকিই দিয়ে রেখেছেন শ্রীলঙ্কার প্রধান নির্বাচক ও টিম ম্যানেজার অশান্ত ডি মেল। তিনি বলেছেন, ‘আমাদের শক্তি এ মুহূর্তে পেস আক্রমণ। বাংলাদেশ দলে বেশ কিছু ভালো স্পিনার থাকবে। তবে পেস আক্রমণই আমাদের দলের শক্তি। আমরা আমাদের শক্তির পূর্ণ ব্যবহার করতে চাই।’

করোনাকালের মাঝে বাংলাদেশে এখনও ক্রিকেট ফেরেনি। বিসিবির বিশেষ আয়োজনে জাতীয় দলের ক্রিকেটাররা করোনাবিধি মেনে ব্যক্তিগত অনুশীলন করছেন। অন্যদিকে শ্রীলঙ্কায় ঘরোয়া ক্রিকেট শুরু হয়ে গেছে। এশিয়ার দেশ হিসেবে করোনা থেকে অনেকটাই মুক্ত শ্রীলঙ্কা। তাই সেখানে গিয়েই সিরিজের প্রস্তুতি নিতে হবে টাইগারদের। সেখানে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে জৈব সুরক্ষিত পরিবেশে থাকতে হবে ৩০ সদস্যের দলকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102