নিজস্ব প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় ফসলি ক্ষেত থেকে মাহামুদা আক্তার বিথী (২৬) নামে এক নার্সের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার গোপালপুর তোফাকাটা মোড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিথী উপজেলার বরমহাটী গ্রামের আমজাদ হোসেনের মেয়ে ও গোপালপুর জেনারেল হাসপাতালের নার্স হিসেবে কর্মরত ছিলেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন গণমাধ্যমকে বলেন, শুক্রবার সকাল ৭টার দিকে মজিবুর নামে এক ব্যক্তির ফসলি ক্ষেতে কালাইডাল কাটতে এসে রাস্তার পাশে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন দিনমজুররা। পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।