👤সিনিয়র রিপোর্টারঃ বিভাবরী,ঢাকা।
🕙১৮.১০.২০২০
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মত “নার্সেস ক্যান্টিন” চালু হতে যাচ্ছে।
এই উপলক্ষে “নার্সিং সুপারিন্টেন্ডেন্ট” এবং “ডেপুটি নার্সিং সুপারিন্টেন্ডেন্ট” ম্যাডাম এবং নার্সেস নেত্রীবৃন্দ ক্যান্টিন এলাকা পরিদর্শন করেন।
নার্সদের কল্যানের জন্য এমন উদ্যোগ গ্রহণ করায় এ মহৎ কাজের সাথে যুক্ত সকলকে বিডিনার্সিং২৪ সাধুবাদ জানায়।