স্টাফ রিপোর্টারঃ রুবেল হোসাইন, ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২০
২০২০-২০২১ শিক্ষাবর্ষে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরাধীন নিম্ন বর্ণিত ০৫ টি সরকারি নার্সিং কলেজে ০২ বছর মেয়াদি পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং ও পোস্ট বেসিক বিএসসি ইন পাবলিক হেলথ নার্সিং কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য অনলাইনে আবেদন করার জন্য আহবান করা হচ্ছে।
# ৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে শুরু হবে অনলাইনে আবেদন।
# ১৫ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
# ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদনের যোগ্যতাঃ
√ ০৩ বছর মেয়াদি “ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি” কোর্স Complete করেছেন যেসব ছাত্র-ছাত্রী।
√ Bangladesh Nursing and Midwifery Council (BNMC) হতে রেজিষ্ট্রেশন প্রাপ্ত।
√ সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের উক্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সিনিয়র স্টাফ নার্স/স্টাফ নার্স/নার্স পদে কমপক্ষে ০২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং অভিজ্ঞতার স্বপক্ষে স্থানীয় কর্তৃপক্ষের নিকট হতে প্রত্যয়নপত্র আছে কি/না তা অনলাইনে আবেদনে উল্লেখ করতে হবে।
√ বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে চাকরীর অভিজ্ঞতা শিথিলযোগ্য।
কলেজ লিস্ট ও আসন সংখ্যাঃ
০১. কলেজ অব নার্সিং, মহাখালী ঢাকা; আসনঃ ১২৫ টি।
০২. ফৌজদারহাট নার্সিং কলেজ, চট্টগ্রাম; আসনঃ ১২৫ টি।
০৩. বগুড়া নার্সিং কলেজ, বগুড়া; আসনঃ ১২৫ টি
০৪. খুলনা নার্সিং কলেজ, খুলনা; আসনঃ ১২৫ টি
০৫. সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ, কাপাসিয়া, গাজীপুর; আসনঃ ১২৫ টি
অনলাইনে আবেদন ও ফি জমার নিয়মাবলি:
প্রার্থীকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের www. dgnm. gov. bd এর মাধ্যমে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং ফি জমা দিতে হবে। শুধু অ্যাপ্লিকেশন আইডিপ্রাপ্ত প্রার্থীরা মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফি ৫০০ টাকা জমা দেবেন।
নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র পূরণ করা যাবে না।
বিস্তারিত থাকছে সার্কুলারে…
Circular Link:
www. dgnm. gov. bd