✍️সিনিয়র রিপোর্টারঃ আদনান ফারাবী সুমন
🕦 ৩০ ডিসেম্বর, ২০২০।
সময়ের দাবীর সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে নার্সিং পেশা।সেবার মহান ব্রত নিয়ে আসা এই পেশায় মেধা ও মননের উৎকর্ষ সাধন করে কৃতির সাক্ষর রেখে যাচ্ছেন হাজারো স্বপ্ন দ্রষ্টা ।ব্যাক্তি, পেশার মান উন্নয়নে যাদের কৃতিত্ব অনস্বীকার্য তাদেরকে সাথে নিয়েই এগিয়ে যেতে চায় সেন্টার ফর নার্সিং এডুকেশন, ইথিক্স এন্ড রিসার্চ – বাংলাদেশ ।
আজ বেলা 2 টায় রাজধানীর বাংলামোটরে হোটেল সেফ ট্রেড রেষ্টুরেন্ট এ এসটিএস নার্সিং কলেজের ভাইস-প্রিন্সিপাল জনাব মো:ইউনুস আলী ‘প্রফেশনাল কন্সট্রেইন্টস অব নার্সিং সার্ভিসেস ইন বাংলাদেশ ‘ গবেষণায় আমেরিকান ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ক্যালিফোনিয়া থেকে প্রফেসর ড.আর্ল জি.ফ্রেইমিলারের অধীনে নার্সিং বিভাগ, স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদ কর্তৃক পিএইচডি ডিগ্রি অর্জন ও স্বীকৃতি লাভ করায় সেন্টার ফর নার্সিং এডুকেশন, ইথিক্স এন্ড রিসার্চ – বাংলাদেশ কৃতি সংবর্ধনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিগণ ব্যাক্তি ও পেশার মান উন্নয়নে উচ্চ শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।আগামী সম্ভাবনাময় সময়ের জন্য সকল কে প্রস্তুতি গ্রহণে ঐকান্তিকতা ও একাগ্রতার কাজ করার আহ্বান জানান ড.মো:ইউনুস