👤স্টাফ রিপোর্টার :- আলমগীর হোসেন,ঢাকা
🕠০৪ সেপ্টেম্বর, ২০২০
হেডলাই দেখে অনেকেই প্রশ্ন করতে পারেন যার এতো এতো গোল তার এখন আবার কিসের গোলের সেঞ্চুরি? হ্যা এতো এতো গোল,রেকর্ডের মালিক যিনি তিনি আরও একটি রেকর্ডের দ্বারপ্রান্তে। নিজ দেশের জার্সি গায়ে শততম গোলের অপেক্ষায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
পর্তুগালের জার্সি গায়ে ১৬৪ ম্যাচে ৯৯ গোল করে শততম গোলের অপেক্ষায় আছেন এই ফুটবল মহাতারকা। কিন্তু বিপত্তি বেধেছে তার পায়ের সংক্রমণ নিয়ে।
করোনার কারনে অনেকদিন বন্ধ ছিলো আন্তর্জাতিক ফুটবল। উয়েফা নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন রোনালদো। কিন্তু এরই মধ্যে পায়ে সংক্রমণ দেখা দিয়েছে এই পর্তুগিজ সুপার স্টারের।যে কারনে এই ম্যাচে তার মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
পোর্তোয় কাল রাতে নেশন্স কাপে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। এই ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে পুরো পর্তুগাল দল। কিন্তু ডান পায়ের আজ্ঞুলের সংক্রমণের ফলে অনুশীলনে যোগ দিতে পারেননি রোনালদো।
পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে। রোনালদোকে সুস্থ করতে অ্যান্টি বায়োটিক চিকিৎসা দেওয়া হচ্ছে। দলের চিকিৎসায় নিয়োজিত সবাই নিয়মিত পর্যবেক্ষন করছে তাকে।
উল্লেখ্য যে,জাতীয় দলের হয়ে ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে শততম গোলের মাইলফলক ছোয়ার অপেক্ষায় রোনালদো। প্রথম খেলোয়াড় হিসেবে এই মাইলফলকটি স্পর্শ করেন ইরানের সাবেক স্ট্রাইকার আলী দাইয়ি। ১৪৯ ম্যাচে ১০৯ গোল করেছেন তিনি।