স্টাফ রিপোর্টার: খান রুপা
পাবনা জেলার সুজানগর থানার অন্তগত সাতবাড়ীয়া ইউনিয়নের গুপিনপুর গ্রামে ৬ বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে।
পরিবার ও প্রতিবেশীদের মাধ্যমে জানা যায়,আসামী প্রকাশ্যে ঘোরাঘুরি করছে।ভিকটিম মেয়েটির মা বাবা আপসোস করে বলেন,আমরা এমপির এলাকার লোক হয়েও এমন ঘটনায় প্রশাসন নিরব এবং যতবার থানায় গিয়েছি,তারা আশ্বাস দিচ্ছেন কিন্তু এদিকে আসামী প্রকাশ্যে ঘুরাঘুরি করছে এবং ভয়ভীতি দেখাচ্ছে।
প্রশাসনের ও স্থানীয় প্রতিনিধিসহ দেশবাসীর কাছে জানতে চেয়েছেন, কোন ক্ষমতাবলে আসামী এখনও বাহিরে??
এলাকাবসী, স্থানীয় জন প্রতিনিধিদ ও প্রশাসনের কাছে আসামির বিচার চেয়ে আর্তনাদে কান্নায় ভেঙে পড়েন বাবা মা।
#সুজানগর থানার মামলা নং ১৯৫৬।
কালকে যদি আপনার বাচ্চা খেলতে যায়!
সে যদি আর না ফিরে আসে?
এই রকম নরপশু আমাদের সমাজে লুকিয়ে আছে!
আর যেন কোন শিশুর সাথে এমন না হয়।
এভাবে চলতে থাকলে আমার আপনার মা বোনদের সাথে এমনটি হতে পারে।