স্টাফ রিপোর্টার-মরিয়ম আক্তার,চাদপুর🕛
০৬.০৯.২০২০
প্রতিদিন সকালে খবরের কাগজ পড়ার সময় একমাত্র সঙ্গী হল চা। শুধু বাড়িতেই নয়, আফিস, আড্ডা কিম্বা অতিথি আপ্যায়ন সবেতেই চা ছাড়া চলে না। দীর্ঘ সময় ধরে কোনও কাজ করার পর বা বিশেষ কোনও আলোচনাকে জমিয়ে তুলতে চায়ের বিকল্প নেই বললেই চলে। তবে চায়ের কদর শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ নয়। পানীয় হিসাবে গ্রহণ করার পরেও চা পাতাকে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ভাবে কাজে লাগাতে পারি।
ত্বক ও চুলের যত্নে চাঃ
নানা সমস্যার সমাধানে চা পাতা ও লিকারের জুরি নেই। চা পাতায় উপস্থিত ক্যাফিন ও ট্যানিন আমাদের ত্বক এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে ভাল ফল দেয়। যেমন ধরুন শীতকালে চুল ভীষণভাবে ড্রাই হয়ে যায়। এই সমস্যায় চায়ের লিকার কন্ডিশনারের কাজ করে। অর্থাৎ বিনা খরচে বাড়িতে বসেই নিজের যত্ন নেওয়া সম্ভব। তাহলে আর দেরি না করে জেনে নিন চা পাতার আজানা গুণাগুণ।
ত্বক ও চুলের পরিচর্যায় চা পাতার ব্যবহার –
ত্বকের তৈলাক্ত ভাব কমাতে চায়ের লিকার দারুন উপকারী। চায়ের লিকারে কয়েক ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে তা টোনার হিসাবে ব্যবহার করতে পারেন। লেবুতে উপস্থিত অ্যাসিড ত্বকের তেলতেলে ভাব দূর করবে, সেইসঙ্গে ত্বক হয়ে উঠবে উজ্বল ও তরতাজা।
কন্ডিশনারের বদলে ব্যবহার করতে পারেন চায়ের লিকার। শ্যাম্পুর পর পরিষ্কার করে চুল ধুয়ে ফেলুন, তারপর চুলে চায়ের লিকার মাখিয়ে কিছুক্ষণ রেখে পুনরায় ধুয়ে ফেলুন। এতে চুল নরম ও উজ্বল হবে।
সান ট্যান রিমুভার হিসাবেও চায়ের লিকার ব্যবহার করলে ভাল ফল পাবেন। এক্ষেত্রে কড়া লিকার বানিয়ে তাতে তুলো ভিজিয়ে নিয়ে শরীরের ট্যান পড়া অংশগুলিতে কিছুক্ষণ চেপে ধরে রাখুন। এভাবে নিয়মিত করতে পারলে ত্বকের কালছে ভাব সহজেই দূর হবে।
ত্বকের যত্ন নিতে ব্যবহার করা চা পাতা বা টি ব্যাগও সমান ভাবে উপকারী।
ব্যাবহার করার পর চা পাতা ফেলে না দিয়ে, তা একবার জলে ধুয়ে ভাল করে রোদে শুকিয়ে নিন। এরপর তার সঙ্গে প্রয়োজন মতো গোলাপ জল মিশিয়ে মুখে মাখতে পারেন। এটি স্ক্রাবারের কাজ করবে।
আবার, চা পাতা দিয়ে চোখের ডার্ক সার্কল দূর করাও সম্ভব। চা পাতায় যে ট্যানিন ও ক্যাফিন থাকে তা চোখের ফোলা ভাব ও ডার্ক সার্কল কমাতে সাহায্য করে।
বরফ জলে একটি টি ব্যাগ ভিজিয়ে রাখুন। এরপর সেই টি ব্যাগ চোখের উপরে মিনিট দশেক ধরে রাখুন। প্রতিদিন নিয়ম মেনে এটি করতে পারলে কয়েক সপ্তাহের মধ্যেই ভাল ফল পাবেন। তবে এটি শীতের সময় না করার ভাল।
তাহলে জেনে নিলেন কী কী উপায়ে চা পাতাকে ব্যবহার করা যায়। তাই আর দেরি না করে আজ থেকেই শুরু করুন এইসব ঘরোয়া টোটকা।
তবে বলা বাহুল্য শুধুমাত্র ত্বকের যত্নেই নয়, ব্যবহার করা চা পাতা ফেলে না দিয়ে গাছের গোড়াতেও দিতে পারেন। গাছের সার হিসাবেও দারুণ কাজ করে চা পাতা।
গাছের উর্বরতা বাড়ায়,আগাছা নষ্ট করে,গাছের পুষ্টি যোগায়,গাছের পানি ধরে রাখে।।।