লাবন্য রহমান, ঢাকা: ঢাকা মেডিকেলে চতুর্থ শ্রেনী র কর্মচারী কতৃক নার্সের উপর হামলায় আয়োজিত আজকের মানববন্ধন স্থগিত করা হয়েছে। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সর্বসাধারণ নার্সদের পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করার প্রস্তুতি নেয়া হচ্ছিল।
আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কতৃক বিচারের আশ্বাসের পর নার্সরা মানববন্ধন স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এছাড়াও ঢামেকহা পরিচালক কতৃক সুষ্ঠু বিচারের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য গত ১ সেপ্টেম্বর নার্সিং কর্মকর্তা জাহিদের উপর হামলা চালায় চতুর্থ শ্রেনীর কর্মচারীরা। এর পরপরই বিচারের দাবিতে ইকবাল হেসেন সবুজের নেতৃত্বে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিল সাধারণ নার্সরা।
এ প্রসঙ্গে ইকবাল হোসেন সবুজ বিডিনার্সিং২৪ কে বলেন, হাসপাতাল পরিচালকের আশ্বাসে মানববন্ধন স্থগিত করা হয়েছে। সঠিক বিচার না হলে পূনরায় কঠোর কর্মসূচী চেয়া হবে। সকলের সহযোগিতা কামনা করেন এই নার্স নেতা।