অনলাইন ডেস্ক :: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি’র সুস্থতা কামনায় বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ জোহর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সহকারী অধ্যাপক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটর কার্যকরী সদস্য ও ওসমানী হাসপাতাল মিড-লেভেল চিকিৎসক পরিষদের সভাপতি ডা. প্রশান্ত সরকার, বিএমএ সুনামগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ও মিড-লেভেল চিকিৎসক পরিষদ ওসমানী হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলাম, বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, সহ সভাপতি মো. আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চন্দ্র দাস, সাংস্কৃতিক সম্পাদক সমীর চন্দ্র দাস, তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যান সমিতির সভাপতি ও কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি আবুল খয়ের চৌধুরী, তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যান সমিতির সাধারণ সম্পাদক ও কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি মো. শাখাওয়াত হোসেন, তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যান সমিতির সহ সাধারণ সম্পাদক ও কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সচিব মো. রওশন হাবিব, তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যান সমিতির কোষাধ্যক্ষ মাহবুব আহমদ, হাসপাতালের প্রধান সহকারী মো. আবুল কাসেম, হিসাবরক্ষণ অফিসার মো. সাহেদ আলী, চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতির সভাপতি মো. আবদুল জব্বারসহ হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রসঙ্গত, নমুনা পরীক্ষা পররাষ্ট্রমন্ত্রীর করোনা পজেটিভ এসেছে। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন।