বিডিনার্সিং২৪ঃ- জাতীয় নার্সিং উচ্চশিক্ষা ও গবেষনা প্রতিষ্ঠানে (নিয়ানার) মাস্টার্স অব নার্সিং কোর্সের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে নিয়ানার এলামনাই এসোসিয়েশন।
আজ এক শুভেচ্ছা বার্তায় নিয়ানার এলামনাই এসোসিয়েশনের আহবায়ক মোঃ মাহমুদ হোসেন (তমাল) ও সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম নতুন শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
এদিকে আজ নিয়ানার ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে ৬০ জন প্রার্থীকে প্রাথমিকভাবে ভর্তির জন্য নির্বাচন করা হয়। ৬০ জন প্রার্থী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সিনিয়র স্টাফ নার্স পদে কর্মরত।
একইসাথে বেসরকারি প্রতিষ্ঠান কুমুদিনী পোস্ট গ্রেজুয়েট নার্সিং ইন্সটিটিউটের জন্য ২০ জন প্রার্থী নির্বাচন করা হয় এবং ১৪ জন অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।
আজ ২২ নভেম্বর ২০২০ তারিখ সকালে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যা ৭ টার মধ্যে ফলাফল প্রকাশিত হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক শাহানা আক্তার রাহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ফলাফল ঘোষনা করা হয়।