📝নিজস্ব প্রতিবেদকঃ
কুয়েতে ৫০০ নার্স প্রেরণের সিদ্ধান্ত নিতে কুয়েত দূতাবাসের সঙ্গে বৈঠকের তারিখ নির্ধারণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়।
১১ নভেম্বর ২০২০ তারিখে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নার্সিং সেবা শাখা -১ এর সিনিয়র সহকারি সচিব মো. মেজবাহুল হুসেন স্বাক্ষরিত এক আদেশে জানানো হয় ১৭ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রনালয়ের সভাকক্ষে স্বাস্থ্য সচিবের সভাপতিত্বে কুয়েতে ৫০০ আইসিইউ নার্স প্রেরণ সংক্রান্ত বিষয়ে আলোচনার সভা আহবান করা হয়েছে।
সভায় পররষ্ট্রমন্ত্রনালয় এবং প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপযুক্ত প্রতিনিধি প্রেরণের অনুরোধ জানানো হয়েছে।
একইসাথে কুয়েত দূতাবাসের উপযুক্ত প্রতিনিধি উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
মহাপরিচালক নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ১৫ নভেম্বরের মধ্যে খসড়া কার্যপত্র প্রেরণের অনুরোধ করা হয়েছে।