আদনান ফারাবী: নার্স কবি খাদেমুল ইসলামের ৩৫ তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন জননন্দিত নার্স নেতা ও বিএনএ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। আজ ১৬ই নভেম্বর এক শুভেচ্ছা বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। খাদেমুল ইসলাম একাধারে কবি, সুরকার ও গীতিকার। কবি খাদেমুল ইসলাম সিনিয়র স্টাফ নার্স হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন
এদিকে খাদেমুল ইসলামের ৩৫ তম জন্মদিনে রাজধানীর বাংলাদেশ শিশু কল্যান পরিষদে বঙ্গবন্ধু ও শেখ রাসেলকে নিয়ে তার নতুন গানের এ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে। সোস্যাল মিডিয়ায় সবাইকে উপস্থিত থাকতেও অনুরোধ জানিয়েছেন নার্স কবি খাদেমুল।