নার্সিং শিক্ষায় সবচেয়ে অবহেলিত রাণী ভবানীর “নাটোর” জেলা
“কাচা গোল্লা “আর সেই বিখ্যাত কবিতা “বনলতা সেন ” আর এক কালের রাজারাণীর রাজত্বের ইতিহাস নিয়ে স্বগর্বে মাথা উঁচু করে আছে রাজশাহী বিভাগের নাটোর জেলা।ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্যের জেলা নাটোর। শিক্ষার প্রসারে ব্যাপক ভাবে পিছিয়ে নাটোর জেলা।বিশেষ করে নার্সিং শিক্ষায় নাটোর জেলা অনেকটাই পিছিয়ে।খোজ নিয়ে জানা যায় রাজশাহী বিভাগের সকল জেলায় সরকারি নার্সিং কলেজ, ইন্সটিটিউট সহ একাধিক বেসরকারি নার্সিং কলেজ, ইন্সটিটিউট থাকলেও নাটোর জেলায় কোনো নার্সিং ইন্সটিটিউট নাই।এই জেলা থেকে নার্স হিসেবে অনেকে কর্মরত আছেন বিভিন্ন হাসপাতালে এবং অধ্যয়নরত আছেন অনেক শিক্ষার্থী, এ বিষয় এ জানতে চাওয়া হলে নাটোরে কারো বক্তব্য পাওয়া যায়নি।নাটোর এর নার্সিং সংগঠন “নাটোর নার্সেস এসোসিয়েশন (এন,এন,এ)”,নার্সিং অফিসার এবং সাধারণ জনগণের দাবি খুব শীঘ্রই নাটোরে একটি সরকারি নার্সিং কলেজ ও ইন্সটিটিউট স্থাপন করে নাটোর জেলায় নার্সিং সেবার মান উন্নয়ন করে জনগণের স্বাস্থ্যসেবার মান মান নিশ্চিত করা হোক। বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।#