ক্যাম্পাস প্রতিনিধি:
নার্সিং ইনস্টিটিউট নেত্রকোনায় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ২০২০-২০২১ ব্যাচের আয়োজনে অনুষ্ঠিত হলো পুষ্টি ও খাদ্য মেলা-২০২৩।
সোমবার ০৬ই মার্চ দুপুরে ইনস্টিটিউট হলরুমে কেক ও ফিতা কেটে এ মেলার উদ্ভোধন করা হয়।
মেলায় উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.আবু সাঈদ মোঃমাহবুবুর রহমান,ডেপুটি সিভিল সার্জন ডা.অভিজিৎ লোহ,সেবা তত্ত্বাবধায়ক জনাব কুদসিয়া খাতুন, নেত্রকোনা জেলার বিএনএ সভাপতি জনাব ফাতেমা খাতুন সহ আরও অনেকে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নার্সিং ইনস্টিটিউট নেত্রকোনার নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ জনাব জাকিয়া আক্তার।
পরে অতিথিরা শিক্ষার্থীদের আয়োজনে বিভিন্ন খাবারের স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন। পুষ্টিকর খাবার গ্রহনের মাধ্যমে সুস্থ থাকার লক্ষ্যে সচেতনতার বার্তা ছড়ানো হয় উক্ত মেলায়।