নার্সিং অধিদপ্তরে শৃঙ্খলা ফেরাতে দূর্নীতি দমন কমিশনের ১১ সুপারিশ
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন জেলা পর্যায়ে নার্সিং সেবায় শৃঙ্খলা ফেরাতে দূর্নীতি দমন কমিশন ১১ টি সুপারিশ প্রনয়ণ করেছে।
আজ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইটে নার্সিং সেবার মান উন্নয়নের লক্ষে এ সংক্রান্ত একটি নোটিশ নার্সিং অধিদপ্তরের আওতাধীন বিভাগীয় সহকারী পরিচালক, জেলা পাবলিক হেলথ নার্স, সেবা তত্ত্বাবধায়ক ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের বরাবর প্রেরণ করা হয়েছে। তাদেরকে বিভিন্ন সরকারি হাসপাতালে সংঘবদ্ধ দালাল চক্রের হাত থেকে গরীব রোগিদের রক্ষা করতে নজরদারি কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।
দূর্নীতি দমন কমিশনের ১১ টি নির্দেশনার মধ্যে রয়েছে,
১. নার্সিং সেবার মান বৃদ্ধির লক্ষে সকল স্তরের নার্সিং কর্মকর্তাদের সাথে যোগাযোগ স্থাপন করা।
২. সংঘবদ্ধ দালাল চক্র সম্পর্কে সবাইকে সতর্ককরণ।
৩. পরিদর্শনের সময়সূচি প্রস্তুতি করণ।
৪. সেবাগ্রহীতার মতামত গ্রহন ও যাচাই।
৫. পরিদর্শন প্রতিবেদন প্রস্তুত করণ ও ফলোআপ।
৬. পর্যবেক্ষন টিমের স্বচ্ছতা থাকা।
৭. প্রয়োজনে সরাসরি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে যোগাযোগ করা।
৮. সমস্যা সমাধানে স্থানীয় কতৃপক্ষের সহযোগীতা নেয়া।
৯. মাসের ১ম সপ্তাহে প্রতিবেদন লিস্ট নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে প্রেরণ।
১০. নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নার্সিং কাউন্সিলের এ্যাক্রিডিটেশন গাইডলাইন ফলো করা।
১১. এছাড়াও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের প্রতিনিধি পর্যবেক্ষন টিমের সাথে কাজ করতে বলা হয়েছে।