আবদুল্লাহ আল মামুন, কিশোরগঞ্জঃ নার্সরা তাদের পেশার পরিচয় দিতে লজ্জা পায়। অথচ পৃথিবীর যত মহামানব আছেন, তাঁদের মৃত্যু হয়েছে নার্সদের কোলে। এর চেয়ে মহৎ পেশা আর কী হতে পারে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যখাতের দুর্নীতিবাজরা অনেক ক্ষমতাবান। কিন্তু তাদের এ ক্ষমতা চিরস্থায়ী নয়। এসব দুর্নীতিবাজরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে নেতাদের সাথে ঘুরে ও ছবি তোলে নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত থেকে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করছে। যদি তারা দেশকে ভালবাসতো, তাহলে কিছু পরিবর্তন আসতো।’
তিনি বলেন, আমরা আমাদের পেশার পরিচয় দিতে চাই না, পেশাকে পুঁজি করে রাজনীতির মাধ্যমে ফায়দা ঠিকই নেই, কিন্তু পেশাদারিত্বের মর্যাদা রাখি না। চাকুরি করে নিজের গায়ের পোশাকের পরিচয় দিতে লজ্জা পাই।