👤স্টাফ রিপোর্টারঃ লিজা খান,ঢাকা।
আগামী ২৮ সেপ্টেম্বর, ২০২০ইং তারিখে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, নার্সমাতা, দেশরত্ন শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস’ এসোসিয়েশন (বিবিজিএসএনএ) ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।
তারই অংশ হিসেবে ২৮ তারিখ সারাদিন ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি, দোয়া মাহফিল এবং অসহায় ও দুস্ত ব্যক্তিদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে উপরিউক্ত কর্মসূচি বাস্তবায়নের জন্য বিবিজিএসএনএ এর সম্মানিত সভাপতি জনাব ইমরানুল হক হিমেল এবং সাধারণ সম্পাদক সানজিদা আক্তার কেন্দ্রীয় ভাবে নির্দেশনা দান করেন।
উল্লেখ্য,বর্তমানে চলমান বৈশ্বিক মহামারী করোনার কারণে নার্সিং কলেজ সমূহ বন্ধ রয়েছে৷ সে ক্ষেত্রে, যে সকল নেতৃবৃন্দকে স্থানীয়ভাবে কলেজে রয়েছে তাদেরকে নিজ নিজ অবস্থান থেকে উপরিউক্ত কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা প্রদান করা হয়েছে।