নিজস্ব প্রতিবেদক: নার্সদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন করোনা আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প।
করোনায় আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প তার সেবায় নিয়োজিত ওয়াল্টার রিড সামরিক হাসপাতালের ডাক্তার ও নার্সদের ধন্যবাদ জানিয়েছেন। আজ ৩ অক্টোবর বাংলাদেশ সময় রাত ১১ টা ৪০ মিনিটে তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি ডাক্তার ও নার্সদের ধন্যবাদ জানান।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে নেওয়া করা হয়। করোনা শনাক্তের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ট্রাম্পকে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে নেওয়া হয়। ওয়াশিংটনে ওয়াইট হাউস কর্মকর্তারা বলছেন, অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবেই প্রেসিডেন্ট ট্রাম্পকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে স্থানীয় সময় বিকেলে হাসপাতালের উদ্দেশে হোয়াইট হাউস ত্যাগ করেন তিনি।
হোয়াইট হাউস ত্যাগ করার আগে স্যুট ও মাস্ক পরে প্রেসিডেন্টকে বহনকারী বিশেষ হেলিকপ্টার মেরিন ওয়ান-এ উঠতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে হাত নাড়লেও কারো সঙ্গে কথা বলেননি।
বৃহস্পতিবার করোনাভাইরাসের কিছু হাল্কা উপসর্গ দেখা দেয়, কিন্তু বুধবার রাতে ৭৪ বছর বয়সের ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি এবং তাঁর স্ত্রী মেলানিয়া কোয়ারেন্টিনে গেছেন।
ওয়াইট হাউস কর্মকর্তারা বলছেন, প্রেসিডেন্টকে সতর্কতা হিসেবে ওষুধ দেওয়ার পর তিনি ক্লান্ত কিন্তু ভালো মেজাজে ছিলেন।
ওয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প ভালো আছেন, কিছু হাল্কা উপসর্গ দেখা যাচ্ছে এবং তিনি সারা দিন কাজ করেছেন।
মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ জানায়, ডোনাল্ড ট্রাম্পের উপসর্গের মধ্যে রয়েছে হাল্কা জ্বর।
এক বিবৃতিতে বলা হয়, অতিরিক্ত সতর্কতার জন্য এবং তাঁর ডাক্তারের পরামর্শ অনুযায়ী, প্রেসিডেন্ট আগামী কয়েক দিন ওয়াল্টার রিডের প্রেসিডেন্সিয়াল অফিস থেকে কাজ করবেন।
মার্কিন সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট অসুস্থতার কারণে কাজ না করতে পারলে তিনি তাঁর দায়িত্ব ভাইস প্রেসিডেন্টের কাছে ন্যস্ত করতে পারেন। অর্থাৎ, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সাময়িকভাবে অস্থায়ী রাষ্ট্রপতি হবেন।