📝সিনিয়র রিপোর্টারঃ আদনান ফারাবী
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। এক নার্সকে দেওয়ার মাধ্যমে গণ টিকাকরণের কার্যক্রম শুরু হয়। প্রেসিডেন্ট ট্রাম্পও গণ টিকাকরণের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন।
স্থানীয় সময় গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টায় নিউ ইয়র্কের নার্স স্যান্ড্রা লিন্ডসেকে প্রথম টিকা দেওয়া হয়। তিনি বলেন, অন্যান্য টিকা নিলে যেমন অনুভূত হয় তেমনই মনে হচ্ছে। আশা করি ভাল ফল পাওয়া যাবে।
এর আগে ফাইজারের টিকা ১৬ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য কতোটা নিরাপদ বা সামান্য ঝুঁকি উপেক্ষা করে এই টিকায় ছাড়পত্র দেওয়া যায় কিনা তা নির্ধারণ করতে গত বৃহস্পতিবার বৈঠকে বসেছিল মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। বৈঠকে ফাইজারের পক্ষেই পড়ে সিংহভাগ বিশেষজ্ঞের ভোট।
টিকাটির জরুরি ব্যবহারের ছাড়পত্র দেওয়ার পক্ষে ভোট দেন কমিটির ১৭ সদস্য। এর শনিবারই ছাড়পত্র দেওয়া হয়। এরপর মিশিগান প্ল্যান্ট থেকে প্রথম দফার ওষুধ রপ্তানি শুরু করে মার্কিন সংস্থা ফাইজার। —রয়টার্স