🎤স্টাফ রিপোর্টার:- মোছাঃ জুলেখা জুঁই (জয়পুরহাট)
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী নির্যাতন ও ধর্ষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ধর্ষণ একটি নিকৃষ্টতম অপরাধ। ধর্ষকদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
গতকাল জাতীয় সংসদের শপথ কক্ষে ‘কনসার্টেড রেসপন্স টু স্টপ চাইল্ড ম্যারেজ, প্রিভেন্ট জেন্ডার বেসড ভায়োলেন্স অ্যান্ড ইম্প্রোভ মেটার্নাল হেলথ ডিউরিং নেচারাল ডিসেস্টার অ্যান্ড কভিড-১৯ পেন্ডেমিক’ শীর্ষক পলিসি ডায়ালগে এসব কথা বলেন তিনি।