সিনিয়র রিপোর্টারঃ আলমগীর হোসেন, ঢাকা
তারিখঃ ০৩ অক্টোবর, ২০২০
করোনাভাইরাস পরীক্ষার জন্য নাকের ভেতর থেকে নমুনা সংগ্রহের পদ্ধতিতে ঝুকি থাকে মস্তিষ্কে ইনফেশকশন হওয়ার।
জামা ওটোলারিঙ্গোলজি সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় এমনটিই দাবী করা হয়েছে।
গবেষণায় ৪০ বছর বয়সী এক মার্কিন নারীর কথা উল্লেখ করে বলা হয়, মার্কিন ওই নারী হার্নিয়া অপারেশনের আগে করোনা টেস্ট করান। এসময় তার নাক থেকে নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু করে ওই নারী খেয়াল করেন তার নাক দিয়ে তরল পদার্থ বেরুচ্ছে সেই সাথে মাথা ব্যাথা,ঘাড় ব্যাথা ও বমি হতে থাকে।পরে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন যে ওই নারীর খুলি ফেটে মস্তিষ্কের সেরিব্রোস্পাইনাল ফ্লুইড (সিএসএফ) নামের এক ধরনের তরল পদার্থ বের হচ্ছে। এই তরল পদার্থের মধ্যেই মস্তিষ্ক ভেসে থাকে।
গবেষণায় এটাও উল্লেখ করা হয় যে, ওই নারী ইন্ট্রাক্রানিয়াল হাইপারটেনশনে ভুগছিলেন।তাই তার মস্তিষ্কের সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের চাপ বেশি ছিল
এ গবেষণার জ্যেষ্ঠ লেখক যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আইওয়া হসপিটালে কর্মরত জারেট ওয়ালশ বলেন, যাদের মাথায় অস্ত্রোপচার করা হয়েছে এবং সাইনোসিসের সমস্যা আছে তাদের জন্য নাক থেকে নমুনা সংগ্রহ না করাই ভালো।
মার্কিন ওই নারীর উদাহরণ টেনে উনি বলেন, ওই নারীর সঠিক সময়ে চিকিৎসা না হলে তার জন্য এটি প্রাণঘাতী হতে পারতো।