তারিফ হাসানঃনরসিংদী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তাহমিনা আক্তার শিমু মৃত্যু বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজীউন।গতকাল বুধবার আনুমানিক রাত ১০ঃ৩০ মিনিটেে মৃত্যুর ঘটনা ঘটে।
সিনিয়র স্টাফ নার্স তাহমিনা আক্তার শিমুর স্থানীয় বাড়ি নরসিংদী জেলার বেলাব থানায়, তিনি গতমাসে কসবা উপজেলা হাসপাতাল থেকে ট্রান্সফার হয়ে নরসিংদী সদর হাসপাতালে আসেন।
তিনি পূর্বে বি- বাড়িয়ার কসবা উপজেলা হাসপাতালে কর্মরত ছিলেন।
তার মৃত্যুর কারণ জানতে চাইলে তার সহকর্মী বিডিনার্সিং২৪ কে জানান, রাতে তিনি রান্নাঘরে কাজ করছিলেন হঠাৎ পড়ে যাওয়ার শব্দ শুনে তার স্বামী রান্নাঘরে যান এবং তাহমিনা বেগমকে মেঝেতে পড়ে থাকতে দেখেন,,,
আপাতত তাহমিনা আক্তার শিমুর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়েছে।
তবে তার সহকর্মীরা তার মৃত্যকে রহস্যজনক আখ্যা দিয়েছেন। তারা বলেন পোস্ট মার্টামের পরে সত্য ঘটনা জানা যাবে।