📝সিনিয়র রিপোর্টারঃ আদনান ফারাবী সুমন
🕗 ২৫ নভেম্বর, ২০২০
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের আওতাধীন সরকারি ও বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত বিএসসি ইন নার্সিং ৪র্থ বর্ষ, ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ৩য় বর্ষের শিক্ষার্থীদের কোর্স ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
আজ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্টার সুরাইয়া বেগম সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত একটি নির্দেশনা দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে বর্তমানে নার্স ও মিডওয়াইফের ব্যাপক সংকট রয়েছে। তাই দেশের স্বাস্থ্য সেবা সচল রাখতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।