শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন

দিল্লি থেকে বাসে লন্ডন, লাগবে ৭০ দিন

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৫১৬ Time View
{"uid":"3A71FD5F-1290-453B-986C-FDA783823F69_1598088943214","source":"other","origin":"gallery"}

নাফিসা, ঢাকা: শুনেই চমকে উঠবেন হয় তোদিল্লি থেকে সুদূর লন্ডন যাওয়া যাবে বাসে। তবে অবিশ্বাস্য হলেও সত্যিগুরগাঁওযের অ্যাডভেঞ্চার ওভারল্যান্ড নামের একটি ট্যুর অ্যান্ড ট্র্যাভেল সংস্থা দিল্লি থেকে লন্ডন পর্যন্ত  বাসসার্ভিস চালু করল।

তবে প্রশ্ন হলো– এতটা রাস্তা বাসে যাওয়া কী সম্ভবছাড়াও যাত্রীদের মনে জাগতে পারে আরও প্রশ্ন– কতদিনলাগবে যেতেখরচ কত পড়বেকোন রুট ধরেই বা যাওয়া হবেসব প্রশ্নেরই উত্তর আছে। ১৫ অগাস্ট  বাসসার্ভিসের ঘোষণা করেছে সংস্থাটি। এই সংস্থার দুই কর্ণধার তুষার  সঞ্জয় মাদান এর আগে গত তিন বছরদিল্লি থেকে লন্ডন সড়কপথে গিয়েছিলেন। তারাই এই রোমাঞ্চভরা পদক্ষেপ নিয়েছেন।

১৮টি দেশের উপর চষেই  বাস দিল্লি থেকে লন্ডন পৌঁছাবে। ভারতমায়ানমারথাইল্যান্ডলাওসচিনকিরগিজস্তানউজবেকিস্তানকাজাকিস্তানরাশিয়ালাটবিয়ালিথুনিয়াপোল্যান্ডচেক প্রজাতন্ত্রজার্মানিনেদারল্যান্ডসবেলজিয়ামফ্রান্স  যুক্তরাজ্য। অর্থাৎ যারা ঘুরতে ভালবাসেন তাদের কাছে এর থেকে ভালোসুযোগ আর আসবে না। ৭০ দিনের এই সফরে থাকবে সবরকম ব্যবস্থা।

সংস্থাটি যাত্রীদের বিভিন্ন দেশে চার অথবা পাঁচ তারকা হোটেলে থাকার ব্যবস্থা করে দেবে। এছাড়া এই সফরেযাওয়ার জন্য মোট ১০টি দেশের ভিসা থাকা জরুরি। যাত্রীদের ভিসার ব্যবস্থাও করে দেবে সংস্থাটি।

২০ সিটের  বাসে থাকবে বিশেষ ব্যবস্থা। ২০ জন যাত্রী ছাড়াও বাস পরিচালনার দায়িত্বে থাকবেন আরওচারজন। ড্রাইভারঅ্যাসিস্ট্যান্ট ড্রাইভারঅ্যাটান্ডান্ট  গাইড। একেক দেশে একেকজন গাইড থাকবেন।এছাড়া প্রতিটি সিট হবে বিজনেস ক্লাসের।

এই বাস পরিষেবার নাম দেয়া হয়েছে বাস টু লন্ডন।  পরিষেবায় চারটি ক্যাটাগরি থাকছে। কেউ যদি লন্ডনপর্যন্ত না যেতে চান তা হলেও সমস্যা নেই। তিনি কয়েকটি দেশ ঘুরে নিজস্ব উদ্যোগে ফিরে আসতে পারেন।সেক্ষেত্রে একরকম প্যাকেজ ধার্য করা হবে। তবে লন্ডন পর্যন্ত সফর করতে হলে

একেকজনের খরচ হবে ১৫ লাখটাকা। রয়েছে ইএমআই অপশনও। যাত্রীরা চাইলে কিস্তিতে টাকা পরিশোধ করার সুযোগ পাবেন।

তবে ভারতের জন্য  অভিজ্ঞতা নতুন কিছু নয়। ব্রিটিশ আমলে কলকাতা থেকে লন্ডন পর্যন্ত বাস চলাচলকরতো।

ভারতের শহরটি থেকে ইংরেজ রাজধানীর দূরত্ব প্রায়  হাজার কিলোমিটার। আর দিল্লি থেকে লন্ডনের দূরত্বপ্রায়  হাজার ৭০০ কিলোমিটার। অর্থাৎ পূর্বে আরও এক হাজার ৩০০ কিলোমিটার বেশি দূরত্বে বাস যেতলন্ডনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102