👤স্টাফ রিপোর্টার-জাহিদ হাসান🕐৩১ আগস্ট ২০২০ঃ-
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৯৫ রানের পুঁজি সংগ্রহের পরও হারের তিক্ততা সইতে হয়েছে পাকিস্তানকে। বোলারদের ব্যর্থতায় স্বাগতিক ইংল্যান্ডের কাছে পরাস্ত হতে হয় সফরকারীদের। তবে বোলাররা হতাশ করলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ হাফিজ। এই ম্যাচে ফিফটি করে দু’জনই পৌঁছে গেছেন ব্যক্তিগত মাইলফলকে।
বাবর আজম ব্যাট হাতে ৪৪ বলে করেছেন ৫৬ রান। আর এর মধ্যদিয়ে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন এই পাকিস্তানি।
ইংলিশদের বিপক্ষে এই ম্যাচ শেষে দুটি রেকর্ড নিজের করে নিয়েছেন বাবর।
ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৫০০ রানের মাইলফলকে পৌঁছে যান বাবর। টি-টোয়েন্টিতে দ্রুততম দেড় হাজার রানের মালিক এখন তিনি। এ রেকর্ডে বাবরের সঙ্গে রয়েছেন অ্যারন ফিঞ্চ এবং বিরাট কোহলি। টি-টোয়েন্টিতে দ্রুততম ৫০০ এবং ১০০০ রানের রেকর্ডও বাবরের দখলে।
এছাড়াও টি-টোয়েন্টিতে সর্বোচ্চ গড়ের রেকর্ডে কোহলিকে দুই নম্বরে নামিয়ে দিয়েছেন বাবর। ক্রিকেটের ক্ষুদ্রতম এই ফরম্যাটে ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ গড় এখন বাবরের। ৪০ ম্যাচে ৫০.৯০ গড়ে তার সংগ্রহ ১ হাজার ৫২৭ রান। এতদিন ৫০.৮০ গড়ে ২ হাজার ৭৯৪ রান করে রেকর্ডটি নিজের করে রেখেছিলেন কোহলি।
এদিকে, বাবরের জোড়া রেকর্ডের দিনে বিশ্বের নবম ব্যাটসম্যান হিসেবে দুই হাজার রানের মাইলফলকে প্রবেশ করেছেন মোহাম্মদ হাফিজ। ইংলিশ বোলারদের বিপক্ষে মাত্র ৩৬ বলে ৬৯ রান করেছেন হাফিজ। বর্তমানে ৯৩ ম্যাচে ২ হাজার ৬১ রান সংগ্রহ করেছেন হাফিজ।