শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

দগ্ধ নার্সিং স্টুডেন্টের পাশে দাড়িয়েছে নার্সিং কাউন্সিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ১১৮৫ Time View

বিডিনার্সিং২৪ঃ- গত ১৯শে সেপ্টেম্বর পাবনা কমিউনিটি নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শীলা আক্তার কলেজ হোস্টেল সংলগ্ন বৈদ্যুতিক তারে গুরুতর দগ্ধ হয়। বর্তমানে সে ঢাকার শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি আছে।

আজ বিকাল ৪ টায় বাংলাদেশ নার্সিং কাউন্সিলের ডেপুটি রেজিস্ট্রার জনাব নিলুফা ইয়াসমিন সহ কাউন্সিলের প্রতিনিধি আব্দুর রহমান ও এহসানুল করিম দগ্ধ নার্সিং স্টুডেন্টকে দেখতে আসেন এবং তার শারিরীক অবস্থার খোঁজখবর নেন। এসময় আরও উপস্থিত ছিলেন সোসাইটি ফর নার্সেস সেফটি এন্ড রাইটস এর সাধারণ সম্পাদক সাব্বির মাহমুদ তিহান ও বিডিনার্সিং২৪ এর সিনিয়র রিপোর্টার জাহিদ হাসান। এসময় নার্সিং কাউন্সিলের প্রতিনিধিরা আক্রান্তের সাথে এবং তার পরিবারের সাথে কথা বলেন। কতৃপক্ষ তাদের অভিযোগ আমলে নিয়ে দ্রুত ব্যাবস্থা নেয়ার আশ্বাস দেন। এসময় তাদের আর্থিক সহায়তারও আশ্বাস দেয় নার্সিং কাউন্সিল কতৃপক্ষ।

নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ডেপুটি রেজিস্ট্রার নিলুফা ইয়াসমিন বিডিনার্সিং২৪ কে বলেন, আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। ইতিপূর্বেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানান অভিযোগ ছিলো। তদন্ত সাপেক্ষে নার্সিং কাউন্সিল ব্যাবস্থা নিবে বলে জানান তিনি।

উল্লেখ্য কলেজ কতৃপক্ষ সরকারের আদেশ অমান্য করে নার্সিং ইনস্টিটিউট খোলা রাখে এবং কোনো রকম ক্লাস পরিচালনা না করেই শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে। এছাড়াও ঝুকিপূর্ণ কলেজ হোস্টেল ও অপরিচ্ছন্ন পরিবেশের অভিযোগ পাওয়া যায় প্রতিষ্ঠানটির রিরুদ্ধে। এছাড়াও বিভিন্ন পরীক্ষার নামে মনগড়া অতিরিক্ত ফি ও শিক্ষক বিহীন এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এর আগে ব্যাবস্থা নেয় নার্সিং কাউন্সিল। পরে হাইকোর্ট থেকে স্টে অর্ডার করে আবার প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম চালু করে।

এই ঘটনার পরে প্রতিষ্ঠানটির মালিক ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় থানায় কোনো রকম সাধারণ ডায়েরি নিতে চায়নি। তাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার আহবান জানিয়েছে সচেতন নার্স সমাজ।

সোসাইটি ফর নার্সেস সেফটি এন্ড রাইটস এর সাধারণ সম্পাদক সাব্বির মাহমুদ তিহান বলেন, ঘটনা জানার পর থেকে আমরা শীলার পরিবারের সাথে যোগাযোগ করছি এবং তাদের সবরকম সহায়তার ব্যাবস্থা করেছি। আশাকরি তিনি খুব শীঘ্রই সুস্থ হবেন৷ এছাড়াও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যাবস্থা নিতে নার্সিং কাউন্সিলের প্রতি আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102