📝সিনিয়র রিপোর্টারঃ আদনান ফারাবী সুমন
🕒 ১৯ নভেম্বর, ২০২০
করোনা রোগীদের সেবায় বিশেষ অবদান রাখায় ১১তম এশিয়া প্যাসিফিক অ্যাকশন অ্যালায়েন্স অন হিউম্যান রিসোর্স ফর হেলথ (এএএএইচ) অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি নার্স তেরেজা বাড়ৈ। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে এএএএইচ এর প্রধান এক ভার্চুয়াল সভায় এই অ্যাওয়ার্ডের জন্য তার নাম ঘোষণা করেন।
তেরেজা বাড়ৈ কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কোভিড-১৯ সেবার দায়িত্ব পালনের পাশাপাশি বসুন্ধরা আইসোলেশন সেন্টারের সেবা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন।
বাংলাদেশি নার্স হিসেবে প্রথম এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড পাওয়ায় তেরেজা বাড়ৈকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা।
বিএনএ ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক এক শুভেচ্ছা বার্তায় বলেন, তেরেজা বাড়ৈ’র এই স্বীকৃতি সারাবাংলাদেশের নার্সদের অর্জন। করোনা মহামারি পরিস্থিতিতে বাংলাদেশের নার্সরা কতটা মানবিকভাবে কাজ করছে তা তেরেজা বাড়ৈ’র এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড প্রাপ্তি তার প্রমাণ।
বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নেতৃবৃন্দ তেরেজা বাড়ৈকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার দীর্ঘায়ূ ও সুস্থতা কামনা করেন।