নিজস্ব প্রতিবেদকঃ আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নব নিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হক পদন্নোতি হওয়ায় নার্সদের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নার্সিং সুপারভাইজার ও নার্সেস সংগ্রাম ঐক্য পরিষদের আহবায়ক আনিছুর রহমানের নেতৃত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দীন, সেবা তত্ত্বাবধায়ক শিখা বিশ্বাস, উপ সেবা তত্ত্বাবধায়ক রাশিদা খানম, নার্সিং সুপারভাইজার হারুন অর রশীদ দীপু, নার্সিং কর্মকর্তা খলিলুর রহমান, জালাল উদ্দীন রুমি, বাবুর আলী সহ নার্সিং নেতৃবৃন্দ।